Breaking

Monday, May 21, 2018

কেমন করে বড় লিংকে ছোট করবেন? Link Shortening

বর্তমান সময়ে আমরা সকলেই ইন্টারনেট নামক মাধ্যমটির সাথে পরিচিত। আর আমরা যারা ইন্টানেট ব্যবহার করি তারা সবাই URL(Uniform Resource Locator) নামক শব্দটির সাথে পরিচিত। আর এই URL বলতে আসলে ওয়েবসাইটের এড্রেসকেই বোঝানো হয়ে থাকে। অর্থ্যাত আমরা যখন ব্রাউজারে একটি ওয়েবসাইটে এড্রেস লিখি তখন ব্রাউজারটির আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে আর তখন আমরা ওয়েবসাইট দেখতে পারি। একটি জিনিস আমরা হয়ত অনেকেই লক্ষ্য করিনা আর সেটা হল বিভিন্ন পেজ ভিসিট করার সময় ওয়েবসাইটের এড্রেসও পরিবর্তন হয়ে থাকে। যদি আমরা ভালভাবে লক্ষ্য করি তখন দেখতে পাব যে, মাঝে মাঝে এই সাইটের এড্রেসগুলো এতটাই বড় হয় যে দেখতে মাথা খারাপ হওয়ার মত অবস্থা তৈরি হয়। বিশেষ করে কোন ওয়েবসাইট যদি PHP ল্যাংগুয়েজ দিয়ে তৈরি হয় তখন এর এড্রেস গুলো অনেকটাই বড় হয় এবং তা মনে রাখা অনেকটাই কঠিন ব্যাপার। আর এই বড় লিংক গুলো শেয়ার করতে গিয়ে যদি কোন একটি &,=,বাদ পড়ে যায় তখন ঐ লিংকটি আর কাজ করবে না। উদাহরন হিসেবে আমরা নিচের একটি ওয়েবসাইটের লিংক দেখতে পারি যা অনেক বড়। এটি তৈরি হয়েছে গুগলে সার্চ করতে গিয়ে যা সবার ব্রাউজারের ক্ষেত্রেই হয়। আপনি ভালভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
এই লিংকটির শর্ট লিংক
http://bit.ly/2bPPSJc
এই লিংকটি অনেক বড়। এখন আমরা কিছু ওয়েবসাইটের মাধ্যমে একে ছোট করব। ওয়েবসাইট ছোট করার জন্য যেসব ওয়েবসাইট বর্তমানে সারাবিশ্বে জনপ্রিয় সেগুলোর মধ্যে রয়েছেঃ
এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটগুলো এড্রেসকে ছোট করার জন্য সহযোগিতা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি ব্যক্তিগত ভাবে যে ওয়েবসাইটটি ব্যবহার করি সেটা হল www.bit.ly  এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই ডান দিকের উপরের অংশে একটি Create Bitlink নামক বাটন পাওয়া যাবে। ওইখানে ক্লিক করলেই এই একটি বক্স আসবে আপনার লং ওয়েবসাইটটি সেখানে পেস্ট করার জন্য। ঐ বক্সে লিংক পেস্ট করে নিচের দিকের Create এ ক্লিক করলেই আপনি একটি ছোট লিংক দেখতে পাবেন।  এখন আপনি এই ছোট লিংকটি যেকোন ব্রাউজারে লিখলেই সেই ওয়েবপেজ খুলবে। তাছাড়া আপনি যদি ওয়েবসাইটটিতে একাউন্ট খুলে লিংক শর্ট করেন তাহলে Customize নামে একটি অপশন পাবেন যেটাতে ক্লিক করে আপনি আপনার ছোট লিংকটার এড্রেস কেমন হবে তা বলে দিতে পারেন। নিচে কিছু স্ক্রিনশট দেওয়া হল আপনাদের বোঝার সুবিধার্থেঃ
Bit.ly তে সাধারণ অবস্থায় ওয়েবসাইট শর্ট করার সময়(Login ব্যতিত)
Bitly normal websiite view without login- mixedbdblog.wordpress.com
Bit.ly Login অবস্থায় Customize করার পুর্বে
Before customize with login-mixedbdblog.wordpress.com
Bit.ly Login অবস্থায় Customize করার পরে
after customize with login-mixedbdblog.wordpress.com

No comments:

Post a Comment

Adbox