Breaking

Saturday, June 1, 2019

এবার ক্রেডিট ও app ছাড়াই যে কোন দেশে নিজের নাম্বার গোপন রেখে ফ্রিতে কথা বলুন।

আসসালামু আলাইকুম বন্ধুরা আসাকরি সবাই ভালো আছেন।
টাইটেল দেখে হয়ত অনেকেই অবাক হচ্ছেন আর অবাক হওয়ারই তো কথা কারন নিজের নাম্বার গোপন রেখে ক্রেডিট ও এপ ছাড়া ফ্রি কল করার কথা শুনে তো যে কেউ অবাক হবে।
আচ্ছা যাই হোক এটা ১০০% সত্য যে এপ ও ক্রেডিট ছাড়াও ফ্রি কল করা যাই তাও আবার নিজের নাম্বার গোপন রেখে যে কোন দেশে। আর আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে একটা জনপ্রিয় ওয়েবসাইট। ওয়েবসাইটের কথা শুনে হয়ত অনেকেই ভাবছেন অবশ্যই ঐ সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে কিন্তু না কোন ধরনের রেজিষ্ট্রেশন ও লগিন ছাড়াই আপনি ফ্রি কল করতে পারবেন।
তো এর জন্য প্রথমেই আপনাকে ক্রোম ব্রাউজার ইউজ করে নিচের লিংকে যেতে হবে।
Free Call Direct Link
আমি আবারও বলছি অবশ্যই Chrome browser use করতে হবে।
আর যদি কাজ না হয় তাহলে লেটেস্ট ভার্সনটা ব্যবহার করবেন।
তো লিংকে ক্লিক করার পর আপনি Scroll করে নিচে আসবেন তাহলে নিচের মত মোবাইল ফ্রেমের ভিতর একটি ডায়াল পেড দেখতে পারবেন।
এরপর আপনি যে দেশে কল করবেন সে দেশের Country Code সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম।


এরপর আপনি যে নাম্বারে কল দিবেন সেই নাম্বারটি টাইপ করে CALL বাটনে TAP করে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।


এবার দেখুন কল এসে গেছে। আর নাম্বারের যায়গায় দেখুন কি নাম্বার SHOW করছে।

তো বন্ধুরা এভাবেই আপনারা ফ্রিতে কল করতে পারবেন।
আরেকটা বিষয় আমরা সবাই জানি যে প্রত্যেকটা বিষয়ই ফ্রিতে ব্যবহার করার জন্য একটা লিমিট থাকে। আর এই সাইটেও একটা লিমিট আছে।
জানি এখন হয়ত সবার মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। আর খারাপ হওয়ারি তো কথা কেননা লিমিট শব্দটা আমরা কেউই শুনতেই পারিনা।
আর এই সাইটের লিমিট হল একটা আইপি থেকে সর্বচ্ছ ৩ মিনিট কথা বলা যায়।
এটা শুনে যাদের Technology বিষয়ে ভালো Knowledge রয়েছে তারা হয়ত খুব খুশি হয়েছেন কেননা তাদের জন্য তো লিমিট ক্রোস করা কোন ব্যাপারই না।
আর এই বিষয়ে যাদের Knowledge কম তাদের মনটা এখনও খারাপ রয়েগেছে তবে চিন্তার কোন কারন নেই প্রথমে আপনি ৩ মিনিট কথা বলুন এরপর ডাটা অফ করে আবার অন করুন এতে আপনার আইপি এড্রেস পরিবর্তন হয়ে যাবে আর আরো তিন মিনিট কথা বলতে পারবেন। আর এভাবেই আপনি লিমিট ক্রোস করে বার বার কল করতে পারবেন।
আর যদি এভাবে কাজ না হয় তাহলে ব্রাউজারের সকল ডাটা ক্লিয়ার করে নিবেন অথবা Uninstall করে আবার Install দিয়ে Try করবেন ১০০% কাজ হবেই হবে।
এর পরেও যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব।

No comments:

Post a Comment

Adbox